Saturday, March 5, 2022

If the people of Ukraine fight with arms, they are freedom fighters, and if the Muslims do this, they are militants ?






গত বছর ২০২১সাল নামাজ রত মুসল্লিদের অপর পবিত্র বাইতুল আকসা মসজিদে  ইসরাইল হামলা করে


  • ,এর প্রেক্ষিতে প্রতিরক্ষা ব্যবস্থা নেয়  হামাস সহ কিছু সংগঠন ইস্রাইলের অপর মিসাইল নিক্ষেপ করে ,ঠিক তখনই উক্রেন এর বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলন্সকি, তিনি টুইট  করেন,

  • { বলেন ফিলিস্তিনের এই মূহুর্তে এই  ধরনের কার্যকলাপ থেকে সরে আশা উচিত ।  সেখানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ইস্রাইলের আকাশের দিকে তাকানো যাচ্ছে না , ইস্রাইলের আকাশের হামাসের মত তারা সেখানে সংগঠনের শ্নত্রাশী কার্যক্রম চালাচ্ছে । সারাবিশ্বে এগিয়ে আসা উচিত , ইসরাইলকে বাচান উচিত }



  • সেই টুইটে একজন সাধারন নাগরিক রিটুইট করে বলেন , ( একজন কৌতুক অভিনেতা মনে হই সারা জীবনী কৌতুক অভিনই করে যাবেন , যখন একি ঘটনা রাসিয়া উক্রেনের সাথে ঘটাবে ,তখন বুজতে পারবেন আঘাত টা কথাই গিয়ে লাগবে )



  • । ঠিক এক বছরও পূর্ণ হইনি । ২০২২ মার্চ ১  পুরো উক্রেন রাসিয়ার বমা হাম্লাই জর্জরিত । এখন তিনি কান্নাকাটি করে আকুতি মিনুতি করে সারা বিশ্বের কাছে সাহায্য চাচ্ছেন , বলছেন  মানবতা এখন কোথাই । আমার প্রশ্ন  সেই দিন আপনার মানবতা কথাই ছিল ? আপনি কি সেই দিন চোখে টিনের চশমা পরে ছিলেন ,যখন  ফিলিস্তিনের অসহাই মানুষ দের কিভাবে বোমা মেরে হত্তা করা হচ্ছিল ? আমরা কেউ যুদ্ধের পক্ষে নই । আমরা কেউ চাই না আর একটাও সাধারন মানুষের প্রান যাক ।


















No comments: